বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল/বেসামরিক পরীক্ষার প্রশ্ন ২০২২ Bangladesh Army Civil Examination Questions 2022
বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল/বেসামরিক পরীক্ষার প্রশ্ন ২০২২ Bangladesh Army Civil Examination Questions 2022
১। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বনাম কি?
উত্তর-- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
২। প্রশ্নঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর-- মেজর গণি।
৩। প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সেনাপতির নাম কি?
উত্তর-- জেনারেল এমএজি ওসমানী।
৪। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি
প্রাপ্ত প্রথম জেনারেলের নাম কী?
উত্তর-- জেনারেল এমএজি ওসমানী।
৫। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী?
উত্তর--ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং তার ওপরে
কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা।
৬। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী?
উত্তর-- সমরে( সংগ্রামে) অামরা, শান্তিতে
অামরা,সবত্র অামরা দেশের তরে।
৬। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়
অবস্থিত?
উত্তর-- ঢাকায়।
৬। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবি
কি?
উত্তর-- জেনারেল।
৭। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর সবোর্চ্চ পদ কি?
উত্তর-- ফিল্ড মার্শাল।
৮। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা
বিগ্রেডিয়ার কে?
উত্তর-- সুরাইয়া বেগম।
৯।প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী
প্যারাট্রুপার কে?
উত্তর-- ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
১০। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও
কি কি?
উত্তর-- ৩ টি। সেনা বার্তা, সেনা প্রবাহ, অার্মি
জার্নাল।
১১। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন?
উত্তর-- ৩ জন। ১- সিপাহী মোস্তফা কামাল ২- সিপাহী
হামিদুর রহমান ৩- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
১২। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের
"ট্যাংক" যুক্ত হয় কবে?
উত্তর-- ২০১২ সালে।
১৩। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে
কোন পুরষ্কার লাভ করে?
উত্তর-- স্বাধীনতা পুরষ্কার-২০০৭।
১৪। প্রশ্নঃ মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ
সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর-- জেনারেল এমএজি ওসমানী।
১৫। প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর নতুন
রেজিমেন্টের নাম কী?
উত্তর-- BIR( বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্ট)।
১৬। প্রশ্নঃ 'সোর্ড অব অনার' প্রদান করা হয় কাকে?
উত্তর-- সেনাবাহিনীর ক্যাডেটদের।
১৭। প্রশ্নঃ বাংলাদেশ মিলিটারি একাডেমী কয়টি ও
কোথায় অবস্থিত?
উত্তর-- ১টি। চট্টগ্রাম অবস্থিত।
১৮। প্রশ্নঃ বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায়
অবস্থিত?
উত্তর-- কুর্মিটোলা,ঢাকা।
১৯। প্রশ্নঃ বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি
দেয়া হয় কোথায়?
উত্তর-- স্টাফ কলেজে।
Ministry Of Land Job Circular 2022, Job News, Job News 2022, Job Magazine Today, Job News Today, Job News Magazine, Job News, Job News, bd govt jobs, all jobs bd newspaper, Job News 2022 Government, Government Job News, Job News Prothom Alo, Job Market, Today's Job News, Job Post, Job MagazineToday, Recruitment Notice, Recruitment Notification 2022, Recruitment Notification 2022, daily education, Job News Magazine, Job News 2022 Government, Job News 2022, Job News apk, Job News bd jobs, Jobs News.com, Weekly Jobs News.com.
nice artical vegamovies