Chiro Odhora Song Lyrics By Miftah Zaman। চির অধরা লিরিক্স – মিফতাহ্ জামান
গায়কঃ মিফতাহ জামান
কথাঃ তুষার হাসান
সঙ্গীতঃ অমিত মালিক
সুরঃ মিফতাহ জামান
অ্যালবাম: শুদু তোমাকে
লেবেল: জি সিরিজ
চির অধরা লিরিক্স – মিফতাহ্ জামান
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী,
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি।
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে ..
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায়।।
তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে,
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে।
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
তবু প্রার্থনা তোমার জন্য
হবেনা মলিন .. হবেনা মলিন ..
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়,
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
আপন মনের আড়াল থেকে
ভালবাসবো তোমায়,
ভালবাসবো তোমায় …
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে,
আমার পাশে ক্লান্ত ছায়া
আজীবন রয়ে যাবে,
তবু এই অসহায় আমি
ভালবাসবো তোমাকে,
শুধু যে তোমাকে
ভালবাসবো তোমাকে।।
Chiro Odhora Song Lyrics By Miftah Zaman
অবাক চাঁদের আলোয় দেখো
Our world is washed away
ভেসে যায় আমাদের পৃথিবী
I saw you hiding
আড়াল হতে দেখেছি তোমার
Innocent face
নিষ্পাপ মুখখানি
অবাক চাঁদের আলোয় দেখো
Our world is washed away
ভেসে যায় আমাদের পৃথিবী
I saw you hiding
আড়াল হতে দেখেছি তোমার
Innocent face
নিষ্পাপ মুখখানি
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
I never understood that Mayato is not for me
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
Keeping the mistakes in the chest gem
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
From behind your mind
আপন মনের আড়াল থেকে
Love you
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
Beyond that limit of your eternal path
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে
এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে
Deep in the eyes yet false desire involved
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
Raise your hand only once
একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে
Don't call, you know me someday
ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন
Yet prayer will not be dirty for you
তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন
Don't get dirty ...
হবেনা মলিন...
I'm drowning in your eyes
ডুবেছি আমি তোমার চোখের
অনন্ত মায়ায়
I never understood that Mayato is not for me
বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়
Keeping the mistakes in the chest gem
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায়
From behind your mind
আপন মনের আড়াল থেকে
Love you
ভালবাসবো তোমায়
ভালবাসবো তোমায়
Thousands of years do so
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে
Tired shadows beside me
আমার পাশে ক্লান্ত ছায়া
Will last a lifetime
আজীবন রয়ে যাবে
Yet I am this helpless
তবু এই অসহায় আমি
Love you
ভালবাসবো তোমাকে
Just that you
শুধু যে তোমাকে
Love you
ভালবাসবো তোমাকে