Primary Assistant Teacher Job Circular 2022 প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২
Primary Assistant Teacher Job Circular 2022
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২
প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী এপ্রিল মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়া হবে।
১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে।
State Minister for Primary and Mass Education at the meeting room of the Ministry of Primary and Mass Education on Thursday noon. The decision was taken at a meeting chaired by Zakir Hossain. This has been informed in a notification of the Ministry of Primary and Mass Education. Candidates who pass the exam in April will be recruited by July.
The wait for primary job seekers is about to come to an end. The date of examination for recruitment of Assistant Teacher of Government Primary School is almost final. The test will be taken in the month of April.
There are many Government Primary Assistant Teacher candidates in Bangladesh, they are waiting when published DPE Notice. We inform you that we will be published Primary Assistant Teacher Job Circular 2022 at the right time. For more information to visit http://dpe.teletalk.com.bd that will help to know updated info about the primary school job.
You can also get Primary Teacher Related Notice 2022 in the website. Let’s check out in below we have added for the peoples. Our main aim helps the peoples who are want to bd a primary school job.
Primary Assistant Teacher Job Circular 2022 Updates. There are many candidates want to Primary School Teacher Job, because we know that, Primary Assistant Teacher Job is a very popular and attractive job around Bangladesh, Huge people wish to the govt school job, So, let keep your eye, for the Primary Assistant Teacher Job Circular Related Notice and others information.
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার যোগ্যতা
একটা সময় না প্রাইমারি শিক্ষক নিয়োগে নারী প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। বর্তমানে নারী ও পুরুষ উভয়কেই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীধারী হতে হবে।
সহজভাবে বলতে গেলে আপনি যদি অনার্স বা ডিগ্রী পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন, তবে আপনি প্রাইমারি শিক্ষক হতে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে নারী-পুরুষ প্রার্থীদের সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ৩২ বছর।
পরীক্ষা পদ্ধতি
লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাইমারি শিক্ষক নির্বাচন করা হয়। লিখিত পরীক্ষার বিষয়গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান; যা বহুনির্বাচনী বা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। উল্লেখিত প্রতিটি বিষয় থেকে ২০ টি করে সর্বমোট ৮০ টি নৈর্ব্যত্তিক প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার সিলেবাস
মহামারি করোনাভাইরাসের কারণে এবারের নিয়োগে কত নম্বরের পরীক্ষা হবে এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে আশা করা যায়, খুব শীঘ্রই পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার তারিখ পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়ে দেবে। তবে এই সময়ের মধ্যে আপনি বিগত পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন দেখে নিতে পারেন।
নিয়োগ পরীক্ষা সর্বমোট ১০০ নম্বরের ওপর হবে। যার মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় যথাক্রমে ৮০ ও ২০ নম্বর থাকবে। লিখিত ৮০ নম্বরের পরীক্ষায় প্রতি বিষয়ের জন্য ২০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় উপস্থিতি, স্মার্টনেস, প্রশ্নের উত্তর এবং এসএসসি ও এইচএসসি ফয়ালফলের উপর আলাদাভাবে ৫ নম্বর থাকবে।
এখানে একটি বিষয়ে মনে রাখতে হবে; প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ প্রতি ৪ টি প্রশ্নের ভুল উত্তর দিলে ১ নম্বর কাটা যাবে। তবে আপনি যদি ৮০ নম্বরের মধ্যে ৭০ নম্বরের উপরে পান, তাহলে চাকরি পাওয়ার প্রতিযোগিতায় আপনি অন্য সবার থেকে এগিয়ে থাকবেন। তাই পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে প্রতিটি বিষয় ভালোভাবে পড়তে হবে।
নিচে লিখিত পরীক্ষার ৪ টি বিষয় সম্পর্কে আলোচনা করা হল:
- বাংলা: বাংলায় প্রস্তুতি নেয়ার জন্য NCTB প্রণীত নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ের সব অধ্যায়গুলো পড়তে হবে। ব্যাকরণের মধ্যে ভাষা, বর্ণ, শব্দ, পদ, সন্ধি বিচ্ছেদ, ধাতু ও সমাস-বিভক্তি ইত্যাদি ভালো করে পড়তে হবে। পাশাপাশি বানান শুদ্ধি, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ এগুলোও সমান গুরুত্বপূর্ণ। তবে শুধু ব্যকরণই নয়; সাহিত্য অংশে গদ্য বা পদ্যের বেশকিছু তথ্য আয়ত্বে আনতে হবে। যেমন বাংলা সাহিত্যিকদের জীবনী ও কর্ম, বিভিন্ন কাব্যগ্রন্থের নাম এবং কবিদের জন্ম-মৃত্যু তারিখ মনে রাখতে হবে।
- ইংরেজি: ইংরেজিতেও Grammar অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবম-দশম শ্রেণির বোর্ড বই বা বাজারে প্রচলিত যেকোন ভালো Grammar বই থেকে অধ্যায়গুলো আয়ত্বে আনুন। অতি গুরুত্বপূর্ণ কিছু টপিকের মধ্যে রয়েছে Article, Preposition, Parts of Speech, Verb, Tense, Narration এবং Right form of verbs। এছাড়াও Voice, Spelling, Sentence Correction, Translation, Synonym-Antonym এবং Phrase and Idioms টপিকগুলো ভালোভাবে পড়তে হবে।
- গণিত: গণিত অনেকের কাছে সহজ, আবার অনেকের কাছে ভয়ের নাম। তবে সহজে অংকের সমাধান বের করার শর্টকার্ট নিয়ম জানলে এই ভয়টা আর থাকে না। পাটিগণিতের সংখ্যা, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, মুনাফা ইত্যাদি সমাধান করতে শিখুন। অপরদিকে বীজগণিতের বর্গ, ঘন, যোগ-বিয়োগ, গুণ-ভাগসহ গুরুত্বপূর্ণ সূত্রসমূহ মুখস্থ করুন। জ্যামিতি থেকে ত্রিভুজ, রম্বস, আয়াত, বর্গ, চতুর্ভুজ ও বৃত্ত পড়তে ভুলবেন না যেন।
- সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলী থেকে বেশি প্রশ্ন আসে। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ভূগোল, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে শিখুন। বিশেষ করে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, ঐতিহাসিক দিন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া ঘটনাবলী নিয়েও পড়তে হবে। অপরদিকে আন্তর্জাতিক অংশে বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানী, দিবস, ঘটনা ও খেলাধুলা থেকে প্রশ্ন আসে। এছাড়াও তথ্য ও প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্নও দেয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ DC Office Job Circular 2022
NTRCA Job Circular 2022 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চাকরির বিজ্ঞপ্তি ২০২২
BRAC NGO Job Circular 2022 ব্রাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ তাঁত বোর্ড (বিএইচবি) চাকরির বিজ্ঞপ্তি ২০২২ Bangladesh
Handloom Board BHB Job Circular 2022
Ministry Of Land Job Circular 2022 ভূমি মন্ত্রণালয়ে ৪৫৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি