Phagun Legechhe Sakhe Sakhe Song Lyrics In Bengali ফাগুন লেগেছে শাখে শাখে লিরিক্স – হোলির গান
ফাগুন লেগেছে শাখে শাখে পিউ মুখার্জির গাওয়া বাংলা গান। সংগীতায়োজন করেছেন আয়েশা মুখার্জি। ফাগুন লেগেছে সখে সখে বাংলায় গানের কথা লিখেছেন আয়েশা মুখার্জি এবং গানের প্রোগ্রামিং অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং এবং মাস্টারিং করেছেন গৌতম বসু।
Phagun Legechhe Sakhe Sakhe is the latest Bengali Song Sung by Piu Mukherjee. Music Composed by Ayesha Mukherjee. Phagun Legechhe Sakhe Sakhe Lyrics In Bengali Written by Ayesha Mukherjee and Song Programming Arrangements, Mixing and Mastering By Goutam Basu.
- Song : Phagun Legechhe Sakhe Sakhe
- Vocals : Piu Mukherjee
- Composition & Lyrics : Ayesha Mukherjee
- Chorus : Payel, Sohini, Alokdipta
- Arrangement : Prattyush Banerjee
- Mixed & Mastered by : Goutam Basu
- Dop : Subhadeep Bag
- Edit : Hiranmay Biswas
- Label : Asha Audio
Phagun Legechhe Sakhe Sakhe Song Lyrics In Bengali
ফাগুন লেগেছে শাখে শাখে লিরিক্স – হোলির গান
আজ এ আনন্দ প্রভাতে
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
প্রেমের আবিরে মাখা গোপী
খেলবে শ্যামেরই সাথে হোলি,
রঙের নেশায় দোলে মধু মাধবী,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে,
ফাগুন লেগেছে শাখে শাখে
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে।
কোন ফাগুয়ার ছোঁয়ায়
মাতে ব্রজগণ নেশায় মগণ,
রঙ্গীন হাওয়ায় আজি
দোলে ত্রিভুবন, যেন নবজীবন,
খেলাতে, হাসিতে, বেলা বয়ে যায়।
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
যাই ভেসে চলে, বিরহ যত
চোখে স্বপ্ন জাগলো কত,
মনে প্রাণে ভালোবাসার দোলা লাগে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে,
রঙ ছড়ালো আকাশে বাতাসে
ফাগুন লেগেছে শাখে শাখে,
বসুন্ধরা আজি এ আনন্দ প্রভাতে
আজি এ আনন্দ প্রভাতে,
আজি এ আনন্দ প্রভাতে।