গ্রামীন সিমের ফ্রি অফার 250 MB । ফ্রি ইন্টারনেট কোড 2022
গ্রামীন সিমের ফ্রি অফার 250 MB, ফ্রি ইন্টারনেট কোড 2022: এই অফারটি মাইজিপি অ্যাপের মধ্য থেকে নেয়া যাচ্ছে। গ্রামীণফোন গ্রাহকরা তাদের সিম বা সংযোগের বয়স এবং জিপি সিমের ব্যবহারের ওপর ভিত্তি করে একেকজন এক এক পরিমাণের ফ্রি ডাটা পাচ্ছেন। কেউ কেউ ২৫০ এমবি ফ্রি পাচ্ছেন আবার কেউবা ৫০ এমবি পাচ্ছেন। এমনকি অনেকে ২৫ এমবিও পাচ্ছেন।
গ্রামীন সিমের ফ্রি অফার
প্রথমে মাইজিপি অ্যাপ ইনস্টল করে নিন। এরপর জিপি নম্বর দিয়ে লগইন করুন মাইজিপি অ্যাপে। অ্যাপ লিংক > mygp app
মাইজিপি অ্যাপে লগইন করার পর একটু নিচের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন “ফ্রি” লেখা একটি সেকশন। সেখানে লেখা থাকবে আপনি কত এমবি ফ্রি ডাটা পাবেন। আপনার যদি একাধিক জিপি সিম থাকে তাহলে সেগুলো দিয়ে মাইজিপি অ্যাপে লগইন করেও চেক করতে পারেন কোনটাতে কত এমবি ডাটা বিনামূল্যে পাচ্ছেন।
Click to get Free MB লেখার উপর ক্লিক করতে হবে। পরের পেজে Confirm Purchase বাটন চেপে ফ্রি এমবি আপনার গ্রামীণফোন সিমে পেয়ে যাবেন।
গ্রামীণফোন জানাচ্ছে, “গ্রামীনফোণের ২৫ বর্ষ পূর্তি উদযাপনে ফ্রি ২৫ এমবি থেকে ২৫০এমবি (গ্রাহকের নেটওয়ার্কের বয়স উপর ভিত্তি করে) পর্যন্ত ডাটা বোনাস দেওয়া হচ্ছে। অফারটি শুধুমাত্র মাইজিপি অ্যাপ থেকে এবং ক্যাম্পেইন চলাকালীন শুধু একবার নিতে পারবেন।