Smartphones in the Low budget of 5000- 10000 Taka 2022
Welcome to The BD Chat Website. today's blog I will discuss the top 10 smartphones in a budget of BDT 10,000 (taka) . Smartphone makers from home and abroad are marketing a number of good quality smartphones below Tk 10,000 in the domestic market. Although the price is relatively low, almost all the necessary work can be done with the smartphones running the Android operating system. Today, let's take a look at the search for 10 smartphones below 10 thousand Taka.
Realme C11
রিয়েলমি সি১১ (২০২১) ফোনটি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর রিয়েলমি ইউআই গো এডিশন কাস্টম রম ভার্সনে চলে। এই স্মার্টফোন ৬.৮১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের অভ্যন্তরে আছে Unisoc SC9863 প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের জন্য আলাদা স্লট রয়েছে এই ডিভাইসে।
রিয়েলমি সি১১ (২০২১)-এর ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য ৮ মেগাপিক্সেল একটি ক্যামেরা দেখা যাবে। ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy A03 Core
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর-এর
আপগ্রেড ভার্সন হিসেবে এ০৩ কোর লঞ্চ করা হয়েছে। এতে ৬.৫ ইঞ্চি এলসিডি ইনফিনিটি-ভি
(ওয়াটারড্রপ নচ) ডিসপ্লে দেওয়া হয়েছে। নচের ভিতরে রয়েছে ৫ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।
গ্যালাক্সি এ০৩ কোর-এর রিয়ার প্যানেলে আছে এলইডি ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেল সিঙ্গেল
ক্যামেরা সেটআপ। স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর
ফোনে UNISOC SC9863A প্রসেসর
ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টা-কোর প্রসেসর। এর মধ্যে চারটি কোর ১.৬ গিগাহার্টজ
ক্লকস্পিডে এবং বাকি চারটি ১.২ গিগাহার্টজ ক্লকস্পিডে রান করে। ৪ জিবি র্যাম ও ৬৪
জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে এই স্মার্টফোন। স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি
কার্ড স্লটও দেওয়া হয়েছে। Samsung Galaxy A03 Core-এর ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএএইচ। এটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ ডুয়েল
সিমের এই ফোন ৯.১ মিমি পাতলা এবং ওজন ১৬৪.৫ গ্রাম। Maximus R1 Pro
রবি ও ম্যাক্সিমাস বাজারে এনেছে 'ম্যাক্সিমাস আর ওয়ান প্রো' মডেলের নতুন স্মার্টফোন। সম্প্রতি রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রবির অ্যাক্টিং সিইও এম রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল, হেড অব ব্র্যান্ডস অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন এটিএম শামীম উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। স্মার্টফোনটির প্রি-অর্ডার করলে সঙ্গে পাওয়া যাবে লেনোভো ব্লুটুথ স্পিকার। স্মার্টফোনটির দাম ৯ হাজার ৯৪৯ টাকা। অ্যান্ড্রয়েড ১১ চালিত ডিভাইসটিতে রয়েছে ৬.৫১৭ ইঞ্চি ডিসপ্লে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম, ১.৬ গিগাহার্টজ প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিকিউরিটি অপশন। ফোনটি কিনলে থাকছে রবির বান্ডেল অফার। ফোনটি রবিশপ ডটকম ডটবিডি, আর স্টোর এবং রবি ডব্লিউআইসিতে পাওয়া যাবে।
Redmi 9A
৬ দশমিক ৫৩ ইঞ্চি স্ক্রিনের শাওমি রেডমি ৯এ মডেলের স্মার্টফোনটির রেজ্যুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ স্মার্টফোনটিতে আরও রয়েছে অক্টাকোরের গেমিং প্রসেসর, ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। দাম ৮ হাজার ৭৯৯ টাকা।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ভিভো ওয়াই১ এস মডেলের স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬ দশমিক ২২ ইঞ্চি। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসুবিধার স্মার্টফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অক্টাকোর প্রসেসরে চলা ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনটি ২টি রঙে পাওয়া যায়। দাম ৯ হাজার ৯৯০ টাকা।