Position of the Bangladesh Army - Symbols of titles 2022
আজকের এই ব্লগে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পদ - পদবী এবং পদবিচিহ্নসমূহের সাংকেতিক চিহ্নসমূহ নিয়ে আলোচনা করবো। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
কমিশন্ড অফিসারঃ
কমিশন্ড অফিসাররা শুধু অফিসার হিসেবে বিবেচিত হন। লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয় (জুনিয়র কমিশন্ড অফিসার নয়)। অপরদিকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদবিধারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয় যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে আর ব্রিগেডিয়ার জেনারেলদেরকে সংক্ষেপে ব্রিগেডিয়ার বলা হয় যদিও এ পদবিতে জেনারেল অনুসর্গ আছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পদবীসমূহঃ (পদমর্যাদা, উচ্চক্রম অনুসারে)
কমিশন্ড অফিসারঃ
https://www.army.mil.bd/Rank-Categories
সৈনিক এবং এনসিও পদমর্যাদাসমূহঃ
- ব্যাটেলিয়ন/রেজিমেন্ট সার্জেন্ট মেজর
- ব্যাটেলিয়ন/রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
- কম্পানি /ব্যাটারি সার্জেন্ট মেজর
- কম্পানি/ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
- সার্জেন্ট
- কর্পোর্যাল
- সৈনিক (সৈনিক পদবিটি সেনাবাহিনীর সর্বনিম্ন পদবি, এটি কোনো এনসিও/জেসিও ক্যাটাগরিতে পড়েনা)