ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোন
ভিভো এক্স৮০ ৫জি : আজকের এই ব্লগে আমরা আলোচনা করবো ভিভো এক্স৮০ ফোনটি নিয়ে। স্মার্ট ফোন লাভাররা নিশ্চই জানেন ভিভো এক্স সিরিজের প্রায় সবকটি ফোন চমৎকার ক্যামেরার জন্য পরিচিত।
ভিভো এক্স৮০
প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০
ব্যাক ক্যামেরাঃ ৫০+১২+১২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ মেগাপিক্সেল
র্যামঃ ১২ জিবি
স্টোরেজঃ ২৫৬ জিবি
ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্পিয়ার
ডিসপ্লেঃ ৬.৭৮ইঞ্চি
চার্জিংঃ ৮০ওয়াট
দামঃ ৭৬,৯৯০ টাকা
ভিভো এক্স৮০ ৫জি দাম
ভিভো এক্স৮০ ফোনটির দাম ধরা হয়েছে ৭৬,৯৯০ টাকা।
আরো পড়ুন:
Samsung Galaxy F23 5G price-Full Specifications
ভিভো এক্স৮০ ৫জি পারফরম্যান্স
ভিভো এক্স৮০ ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর। তবে মিডিয়াটেক এর প্রসেসর দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। মিডিয়াটেক এর এই নতুন প্রসেসর প্রায় কোয়ালকম এর স্ন্যাপড্রাগন জেন ১ এর সমান পারফরম্যান্স প্রদান করতে পারে। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ এর দেখা মিলবে ফোনটিতে। ফোনটির জন্য তিন বছরের অপারেটিং সিস্টেম আপডেট ও চার বছরের সিকিউরিটি আপডেট প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেছে ভিভো।
ফোনটিতে ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ থাকছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ এর কল্যাণে ভিভো এক্স৮০ তে রয়েছে ৫জি সাপোর্ট। ফোনটিতে ডুয়াল স্টিরিও স্পিকার এর পাশাপাশি আরো রয়েছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক। মজার ব্যাপার হলো এই ফোনটিতে আইআর ব্লাস্টার রয়েছে যা দিয়ে টিভি, এসি, ফ্রিজের মত বিভিন্ন স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।
ভিভো এক্স৮০ ৫জি ডিজাইন
ভিভো এক্স৮০ সিরিজের ফোনগুলোর ডিজাইনে নতুনত্ব আসলেও এই ডিজাইন আসলে সবার পছন্দ না ও হতে পারে। ফোনের পেছনে বিশাল ক্যামেরা প্যানেলে স্থান পেয়েছে ফোনের ক্যামেরাগুলো ও ফ্ল্যাশ মডিউল। ফোনের ব্যাক পার্টের প্রায় অর্ধেক অংশ দখল করে নিয়েছে এই ক্যামেরা প্যানেল। ফোনের সামনে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে।
ভিভো এক্স৮০ ৫জি ডিসপ্লে
ভিভো এক্স৮০ ফোনটিতে ৬.৭৮ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা ১২০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। ৮৯.৪% স্ক্রিন-টু-বডি রেশিও’র এই ফোনের ডিসপ্লে সর্বোচ্চ ১৫০০নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ওয়াইডভাইন এল১ সাপোর্ট করে এই ডিসপ্লে যার ফলে ফুল এইচডি প্লাস কনটেন্ট দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে।
ভিভো এক্স৮০ ৫জি ক্যামেরা
ভিভো এক্স৮০ ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটাপ। এটি আপনার জন্য একটি ভাল ক্যামেরা মোবাইল হতে পারে। ফোনটির প্রাইমারি ৫০মেগাপিক্সেল সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। ১২মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স রয়েছে যা ২ক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে একটি ১২মেগাপিক্সেল এর আলট্রা-ওয়াইড লেন্স রয়েছে। ফোনের ফ্রন্টে রয়েছে ৩২মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভিভো এক্স৮০ ৫জি ব্যাটারি
ভিভো এক্স৮০ ফোনটিতে ৪,৫০০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে যা অসাধারণ কিছুই নয়। তবে ফোনটির ৮০ওয়াট চার্জার এই ফোনটির একটি অন্যতম আকর্ষণীয় অংশ।