ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন | ইন্ডিয়ান ভিসার ধরন, খরচ, মেয়াদ, আবেদন নিয়ম
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন | ইন্ডিয়ান ভিসার ধরন, খরচ, মেয়াদ, আবেদন নিয়ম: বাঙ্গালী বরাবরই ভ্রমণ পিয়াসী জাতিসত্তার পরিচয় বহন করে। হাতে কিছু টাকা হলেই ভ্রমনার্থীদের স্পট খোজার হিরিক পড়ে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ইন্ডিয়া যেনো এক স্বপ্নের দেশ। আবার অনেকেই উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে ভ্রমন করে থাকে। আমাদের মধ্যে এমন অনেক বাংলাদেশী নাগরিক রা আছেন যারা তাদের বিয়ে এর শপিং, বিভিন্ন কসমেটিকস কেনাকাটা কিংবা বিভিন্ন ব্যবসায়িক কাজ এর জন্য ও ইন্ডিয়াতে প্রতিনিয়ত যাতায়ত করে থাকে। বর্তমান সময়ে ভারত ভ্রমণের কথা অনেকেই ভাবছেন কিন্তু ভিসা প্রাপ্তির বিষয়ে যথাযথ ধারণা না থাকার কারণে সামনে এগুতে সাহস পাচ্ছেন না। আজকের এই ইনফোতে আমরা আলোচনা করবো ভারতীয় ভিসা কত প্রকার এবং কিভাবে আপনি খুব সহজে ভিসা করতে পারবেন।
ভারতীয় ভিসার ধরন এবং ভিসার ভিসা খরচ
- ইন্ডিয়ান Employment ভিসা
- ইন্ডিয়ান বিজনেস ভিসা
- ইন্ডিয়ান প্রজেক্ট ভিসা
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসা
- ইন্ডিয়ান মেডিকেল ভিসা
ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে
ইন্ডিয়ান Employment ভিসা
ইন্ডিয়ান Employment ভিসার মেয়াদ থাকে প্রায় দুই বছর পাচ বছর পর্যন্ত।পরবর্তীতে চাইলে এক্সট্রা ফি এর মাধ্যমে এই ভিসা রিনিউ করা যেতে পারে এবং ভিসার মেয়াদ বাড়ানো যেতে পারে।
ইন্ডিয়ান Employment ভিসা ফি (ছয় মাস পর্যন্ত) – ৩৯, ১০০ টাকা.
ইন্ডিয়ান Employment ভিসা ফি (এক বছর পর্যন্ত) – ৪২, ৫০০ টাকা
ইন্ডিয়ান Employment ভিসা ফি (এক বছরের বেশি)- ৫০,৭৪৫ টাকা
ইন্ডিয়ান Employment ভিসা এপ্লিকেশন ফি বাবদ এক্সট্রা লেগে থাকে ১০০ ডলার থেলে ২০০ ডলার পর্যন্ত।আলাদা আলাদা কম্পানির Employment ভিসা র ফি আলাদা হতে পারে।
ইন্ডিয়ান বিজনেস ভিসা
বাংলাদেশী নাগরিকরা যখন বিজনেস সংক্রান্ত কাজ এর জন্য ইন্ডিয়া গমন করে থাকে তখন ইন্ডিয়ান বিজনেস ভিসার প্রয়োজন হয়। ইন্ডিয়ান বিজনেস ভিসা -র ক্ষেত্রে এপ্লাই করার চার দিন এর মধ্যেই ভিসা প্রসেসিং সম্পন্ন হয়ে যায়। বিজনেস ট্রিপ এর ১ সপ্তাহ আগেই ভিসা প্রসেসিং এর জন্য আবেদন শুরু করে দেওয়া উচিত। এই ভিসার মেয়াদ ৩০ দিন থেকে শুরু করে ৬০ দিন পর্যন্ত।
ইন্ডিয়ান বিজনেস ভিসা/ ৩০ দিন (একাধিক প্রবেশ) – ২, ১২৫ টাকা।
ইন্ডিয়ান বিজনেস ভিসা/ ৯০ দিন (একক প্রবেশ) – ২, ২৯৫ টাকা।
ইন্ডিয়ান বিজনেস ভিসা/ ৯০ দিন (একাধিক প্রবেশ) – ৩,৪০০ টাকা
ইন্ডিয়ান বিজনেস ভিসা/ ৬ মাস (মাল্টিপল এন্ট্রি) – ৬,৮০০ টাকা=
ইন্ডিয়ান বিজনেস ভিসা/ ১ বছর (একাধিক প্রবেশ) – ৬, ৮০০ টাকা
ইন্ডিয়ান বিজনেস ভিসা/ ৫ বছর (মাল্টিপল এন্ট্রি) – ১০, ২০০ টাকা
ইন্ডিয়ান প্রজেক্ট ভিসা
প্রজেক্ট সংক্রান্ত কাজ এর ক্ষেত্রে ভিসা প্রসেসিং হতে সময় লাগে প্রায় ৩ থেকে ৫ কার্য দিবস এর মতো। প্রজেক্ট চলা কালীন ৩০ দিন থেকে ৬০ দিন ইন্ডিয়া তে বৈধ ভাবে থাকতে পারবেন। যদি আরও বেশি দিন থাকার দরকার হয় তারা ভিসার মেয়াদ কাল এক্সট্রা ফি এর মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা
বাংলাদেশী নাগরিকরা যখন ইন্ডিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন তখন ইন্ডিয়ান টুরিস্ট ভিসার প্রয়োজন হয়। এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে সময় লাগতে পারে প্রায় ৩ দিন এর মতো। টুরিস্ট ভিসার মেয়াদ থাকে প্রায় ৩০ দিন পর্যন্ত। কিছু কিছু বিশেষ টুরিস্ট ভিসার ক্ষেত্রে এক থেকে পাঁচ বছর পর্যন্ত ভিসার মেয়াদ থাকে।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা/ ৩০ দিন (ডাবল এন্ট্রি) – ১, ২৭৫ টাকা
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা / ৯০ দিন (একক প্রবেশ)- ১, ২৭৫ টাকা
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা/ ৯০ দিন (ডাবল এন্ট্রি) – ২, ২৭৫ টাকা
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা/ ৬ মাস (ডাবল/ মাল্টি পল এন্ট্রি) – ২, ১২৫ টাকা
ইন্ডিয়ান মেডিকেল ভিসার খরচ
বাংলাদেশ এর নাগরিক দের জন্য ভিসা ফি নেওয়া হয় না। SBI ব্যাঙ্ক (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) দ্বারা মেডিকেল ভিসা প্রক্রিয়াকরণের জন্য ৬০০ থেকে ৭০০ টাকা (৭ – ৯ USD) খরচ হয় যা আমাদের IVAC-তে জমা দিতে হবে।
ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ধরন অনুযায়ী ভিসা করতে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হয়। আলাদা ধরনের ভিসার ক্ষেত্রে সেই সকল ডকুমেন্ট এর ও বিভিন্ন ভিন্নতা থাকে। চলুন এই পর্যায়ে আমরা জেনে নেই ইন্ডিয়ান ভিসা করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে-
ইন্ডিয়ান Employment ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
১. বৈধ পাসপোর্টঃ
আপনার পাসপোর্ট টি আপনার ইন্ডিয়া ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ এর পরে ছয় মাসের জন্য বৈধ হতে হবে এবং দুটি খালি মুখোমুখি পৃষ্ঠা থাকতে হবে।
২. ছবিঃ
দুটি সামনের দিকে, পাসপোর্ট আকার এর রঙিন ছবি প্রয়োজন। ছবি গুলো স্ক্যান করা যাবে না, ছবি গুলো আবেদন পত্রে নির্দেশিত স্থানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
৩. ভিসা আবেদনপত্রঃ
ভারতীয় কনস্যুলেট শুধুমাত্র সেই ফর্মগুলি গ্রহণ করে যা অনলাইনে পূরণ করা হয়েছে এবং তারপর মুদ্রিত এবং স্বাক্ষর করা হয়েছে।
৪. একটি সম্পূর্ণ ভিসা আবেদন প্রয়োজনঃ
ফর্মটি অবশ্যই এক তরফা প্রিন্ট করতে হবে এবং ফর্ম এর পিছন এর অংশটি খালি হতে হবে।
৫. মূল কোম্পানির চিঠিঃ
ভিসা সমর্থন চিঠিটি অবশ্যই ইন্ডিয়া সংস্থা -র কোম্পানি- র লেটার হেডে লিখতে হবে যার জন্য আবেদন কারী কাজ করেন। চিঠিতে অবশ্যই সমস্ত কোম্পানির নিবন্ধন এবং ভ্যাট নম্বর, কোম্পানি টির সম্পূর্ণ ঠিকানা এবং থাকার সময় কাল অন্তর্ভুক্ত থাকতে হবে।
৬. অতিরিক্ত তথ্য ফর্মঃ
ভারতীয় কনস্যুলেটের প্রয়োজন একটি অতিরিক্ত তথ্য ফর্ম পূরণ করা, স্বাক্ষর করা এবং একটি কর্মসংস্থান ভিসার আবেদনের সাথে জমা দেওয়া। কর্মসংস্থান চুক্তির অনুলিপি। উভয় অংশগ্রহণ কারী সংস্থার মধ্যে কর্মসংস্থান চুক্তির একটি অনুলিপি জমা দিতে হবে। চুক্তিটি উভয় পক্ষের দ্বারা স্বাক্ষরিত হতে হবে, কর্মচারীর বেতন রুপিতে উল্লেখ করতে হবে এবং ভারতে আয়কর প্রদানের বিষয়ে আলোচনা করতে হবে।
৭. কোভিড – ১৯ ভ্যাকসিন সনদঃ
করোনা র ভ্যাকসিন না নেওয়া হলে বাংলাদেশ থেকে অন্য দেশে বা ইন্ডিয়ায় যাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই ভ্যাকসিনের সবগুলো ডোজ গ্রহণ করতে হবে।
ইন্ডিয়ান বিজনেস ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
১. লিগ্যাল ডিজিটাল পাসপোর্ট।
২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
৫. স্পনসর এর আকামার কপি।
৬. জন্ম নিবন্ধন পত্র।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৮. বিজনেস সংক্রান্ত সকল কাগজ পত্র।
৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
১০. ব্যাংক এর পেপারস।
১১. ইন্সুইরেন্স এর কাগজ পত্র।
ইন্ডিয়ান প্রজেক্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
১. লিগ্যাল ডিজিটাল পাসপোর্ট।
২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোজের ফর্ম।
৫. স্পনসর এর আকামার কপি।
৬. জন্ম নিবন্ধন পত্র।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৮. প্রজেক্ট সংক্রান্ত সকল কাগজ পত্র।
৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
১০. ব্যাংক এর পেপারস।
১১. ইন্সুইরেন্স এর কাগজ পত্র।
১৩. অফিসিয়াল এপ্লিকেশন পেপার।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
৫. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
৬. জন্ম নিবন্ধন পত্র।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
ঙ. ইন্ডিয়ান মেডিকেল ভিসাঃ
১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোজের ফর্ম।
৫. স্পনসর এর আকামার কপি।
৬. জন্ম নিবন্ধন পত্র।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৮. ডাক্তার এর প্রেশক্রিপশন।
৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
১০. ব্যাংক এর পেপারস।
১১. ইন্সুইরেন্স এর কাগজ পত্র।
ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রয়োজনীয় কাগজপত্র
১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোজের ফর্ম।
৫. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
৬. জন্ম নিবন্ধন পত্র।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
ঙ. ইন্ডিয়ান মেডিকেল ভিসাঃ
১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোজের ফর্ম।
৫. স্পনসর এর আকামার কপি।
৬. জন্ম নিবন্ধন পত্র।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৮. ডাক্তার এর প্রেশক্রিপশন।
৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
১০. ব্যাংক এর পেপারস।
১১. ইন্সুইরেন্স এর কাগজ পত্র।
১২.ডাক্তার এর প্রেশক্রিপশন।
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার
চলুন এবার জেনে নেয়া যাক বাংলাদেশের সকল আইভিএসির ঠিকানা
আইভিএসি, কুমিল্লা
২১১, গাংচিল, কান্দিরপাড়, নজরুল এভিনিউ, দ্বিতীয়
তালা , কুমিল্লা
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি, নোয়াখালী
মোর্শেদ
আলম কমপ্লেক্স, নুরুল হক রোড,
ওয়ার্ড নং ৫, গনিপুর,
চৌমহনী, নোয়াখালী
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি, ব্রাহ্মণবাড়িয়া
৮৭, পশ্চিম. পাইক পাড়া, ব্রাহ্মণবাড়িয়া
Hot Line: 09612 333
666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি, সাতক্ষীরা
সংগ্রাম
মার্কেট, দিত্বিয় তালা, ইটাগাছা, বাঙালির
মোর, সাতক্ষীরা
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি, বগুড়া
মোমো ইন
লিমিটেড, নওদা পাড়া, রংপুর
রোড, বগুড়া
Hot Line: 09612 333
666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি, ঠাকুরগাঁও
১৯০৬/৩, শান্তিনগর, ওয়ার্ড
নং -০১, ঠাকুরগাঁও
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি, ঢাকা
ভারতীয়
ভিসা আবেদন কেন্দ্র, ঢাকা (জেএফপি)
জি - এক , দক্ষিণ কোর্ট,
যমুনা ফিউচার পার্ক, প্রগতি
শরণী, বারিধারা, ঢাকা -২২২9, বাংলাদেশ
.
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি,রাজশাহী
মরিয়ম
আলী টাওয়ার,
হোল্ডিং
নং ১৮, নং ৫৫৭
প্লট, ১ম তলা,
প্রাচীন
বিসমিল্লাহ গ্রেটার রোড,
বর্ণালী
মোড়, ১ম তলা, ওয়ার্ড
নং -১০, রাজশাহী.
Hot Line: 09612 333
666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি, খুলনা
রাহাত
সেন্টার, ৭১ (নতুন),
সৈয়দ আলী হোসেন সড়ক(পুরাতন বাইপাস সড়ক),
ছোট বয়রা, ওয়ার্ড নং-১৭,
খুলনা-৯০০০
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি,সিলেট
ভারতীয়
ভিসা আবেদন কেন্দ্র, সিলেট
রহিম টাওয়ার, সুভানিঘাট বিশ্বরোডে রোড,
সিলেট
৩১০০,বাংলাদেশ.
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি,চট্টগ্রাম
২১১১,
জাকির হোসেন রোড, হাবিব
লেন,
বিপরীত
পবিত্র ক্রিসেন্ট হাসপাতাল, চট্টগ্রাম
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি,রংপুর
জে বি সেন রোড,
বিপরীত রাম কৃষ্ণ মিশন
মাহিগঞ্জ
,রংপুর
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি,ময়মনসিংহ
শাহজান
সেন্টার,
পাটগুদাম
(রেলির মোড়), সদর,
ময়মনসিংহ
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি,বরিশাল
মীর টাওয়ার,
কাশীপুর,
ইছাকাটি,ওয়ার্ড নং - ২৯, ডিআইজি
অফিসের কাছে,
বরিশাল
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com
আইভিএসি ,যশোর
ভারতীয়
ভিসা আবেদন কেন্দ্র, যশোর
২১০, নড়াইল রোড, যশোর
(বিএডিসি
বীজ স্টোরেজ গুদাম সুপারিবাগান এর
বিপরীত দিকে )
Hot Line: 09612 333 666, 09614 333 666
E-mail: info@ivacbd.com
Website: www.ivacbd.com