অন পেজ এবং অফ পেজ SEO কি? কিভাবে এসইও করবেন ২০২২
এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন সম্পর্কে সঠিক জ্ঞান ছাড়া আপনি কখনো আপনার ব্লগিং কিংবা এসইও ক্যারিয়ারে সফল হতে পারবেন না। বলা যায় এসইও এর অর্ধেক জ্ঞানই আছে অনপেজ এসইওতে। ক্ষেত্র বিশেষে এমনও দেখা গিয়েছে শুধু মাত্র অনপেজ এসইও করেই সার্চ ইঞ্জিনে র্যাংক করে ফেলে ওয়েবসাইট। নিচে অন পেজ এবং অফ পেজ SEO সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অন পেজ এসইও কি
একটি ওয়েবসাইটের জন্য অনপেজ এসইও (On-Page SEO) এবং অফ পেজ এসইও (off-Page SEO) খুবই গুরত্বপূর্ণ। সঠিকভাবে এসইও করা ছাড়া একটি ওয়েবসাইট গুগল সার্চ ইন্জিন বা অন্যান্য সার্চ ইন্জিনের সার্চ রেজাল্টে র্যাংক করতে পারে না। বর্তমান সময়ে সঠিকভাবে অনপেজ এসইও করতে পারলে অফপেজ এসইওতে কোনো সমস্যা থাকলেও সার্চ ইন্জিনে র্যাংক (Rank) করা সম্ভব।
অন পেজ SEO হচ্ছে এমন একটি প্রসেস যেই প্রসেস এর মাধ্যমে কোন ওয়েবসাইট এর যে কোন পেজ এর অপটিমাইজ করে অধিকতর ট্রাফিক বা ভিসিটর পাবার সিস্টেম । এটি কে অপটিমাইজ করতে আমরা ওয়েবপেজ ও এইচটিএমএল সোর্স কোড দুইভাবেই কাজ করে থাকি।
আরো পড়ুন:
অন পেজ SEO মুলত ওয়েবসাইট এর ভিতর কার কাজকে বুঝায় যেমন: কিওয়ার্ড রিসার্চ
মেটা টাইটেল
ইউআরএল সেটআপ
মেটা ডিসক্রিপসন
ইমেজ অপটিমাইজ
ইন্টারনাল লিঙ্কিং
সাইট স্পিড
ওয়েবমাস্টার টুল সাবমিসন
অ্যানালিটিকস সেট আপ ইত্যাদি
Off page seo কি
অফ পেজ SEO এর নির্দিষ্ট বা সঠিক কোন সংজ্ঞা দেয়া কঠিন কারন এটি একটি জটিল বিষয় । তবে একে অনেকই লিঙ্ক বিল্ডিং করার মাধ্যমে সাইট এর সার্চ ইঞ্জিন এর ফলাফল পেজে নিজের ওয়েবসাইটকে সামনে এগিয়ে নিয়ে আসার প্রদ্ধতি বলে অভিহিত করেন ।অফ পেজ SEO এর আসলে নির্দিষ্ট কোন পার্ট নেই ।
লিংক বিল্ডিং কি?
এখন আমরা জানবো লিংক বিল্ডিং বলে কি বুঝায়
(১) ব্লগ কমেন্টিং
(২) ফোরাম পোস্টিং
(৩) আর্টিকেল সাবমিসন
(৪) ইনফোগ্রাফিক্স সাবমিশন
(৫) ডকুমেন্ট সাবমিশন
(৬) গেস্ট পোস্টিং
(৭) ভিডিও সাবমিশন
(৮) সোশ্যাল বুকমার্কিং
যদি আপনাদের এই ইনফোটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না।