স্মার্ট আইডি কার্ড বিতরণের বিজ্ঞপ্তি ২০২২ । স্মার্ট কার্ড বিতরণের তথ্য অনলাইন ও এসএমএসে
কীভাবে পাবেন স্মার্টকার্ড ২০২২
প্রথমবারের মত দেশের প্রায় ১ কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ২০১৪ ও ২০১৫ সালের ভোটাররা স্মার্টকার্ড পাচ্ছেন। সে অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড দেয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যে অনেকেই তাদের স্মার্টকার্ড বুঝে পেয়েছেন। তবে সবার হাতে এখনো পৌঁছায়নি। যারা এখনো পাননি তারা জেনে নিতে পারবেন কখন হাতে পাবেন আপনার কার্ডটি। ১০৫ নম্বরে এসএমএস পাঠিয়ে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd লিংকে গিয়ে এনআইডি নম্বর ও জন্মতারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে। তবে যাদের স্মার্টকার্ড বিতরণের তারিখ এখনো নির্ধারণ হয়নি তাদেরকে পরবর্তীতে আবার অনুসন্ধান করার কথা বলা হবে। এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। এসএমএসের মাধ্যমে জানতে SC স্পেস NID স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্মসাল যোগ করতে হবে। এখনো যারা এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
SMS বা কল করে স্মার্টকার্ড বিতরণের তথ্য
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। আপনার এনআইডি নম্বর যদি ১৩ ডিজিটের হয়, তাহলে এনআইডি নম্বরের শুরুতে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর মেসেজটি ১০৫ নম্বরে পাঠালেই (যেকোনো মোবাইল অপারেটর থেকে) ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্টকার্ড বিতরণের তথ্য। যদি এই এরকম উত্তর আসে “Your card distribution date is not scheduled yet, please try later”, তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। সুতরাং কিছুদিন পর আবারও এভাবে ট্রাই করুন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম
ডিজিটাল এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড মূলত জাতীয় পরিচয়পত্রের একটি আপডেটেড ভার্সন। পূর্বের এনআইডি কার্ড ছিলো খুব সাধারণ, যাতে একটি কাগজে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য ও কোড থাকতো। কিন্তু এই নতুন স্মার্ট কার্ড বেশ আপডেটেড, যাতে একজন ব্যক্তির ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জমা থাকে এর সিম সদৃশ মডিউলে। ১৮ বছরের উর্দ্ধে সকল নাগরিকদের আইডি কার্ড হিসেবে আগে এনআইডি কার্ড প্রদান করা হতো। এখন থেকে এই এনআইডি কার্ডের পরিবর্তে স্মার্ট কার্ড দেওয়া হবে। অর্থাৎ ভোটারগণ পূর্বের সাধারণ এনআইডি কার্ডের বদলে এখন থেকে পাচ্ছেন স্মার্ট কার্ড। সকল নতুন ভোটারের পাশাপাশি পূর্বের ভোটারগণকেও স্মার্টকার্ড প্রদান করছে নির্বাচন কমিশন।
স্মার্ট কার্ড পেতে করণীয় ২০২২
স্মার্ট কার্ড পেতে হলে বায়োমেট্রিক অথেনটিকেশন সম্পন্ন করে জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য সঠিকভাবে প্রদানের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আপনি যদি নতুন ভোটার হন বা ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্রের আবেদনের অংশ হিসেবে ছবি ও বায়োমেট্রিক অথেনটিকেশন প্রদান করে থাকেন, তাহলে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস অনলাইনে দেখতে পারবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার স্মার্ট কার্ড না পেয়ে থাকলে কখন তা হাতে পাবেন সে সম্পর্কে জানতে পারবেন। ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করে থাকলে কখন স্মার্ট কার্ড হাতে পাবেন তা জানতে অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে স্মার্ট কার্ড এর স্ট্যাটাস চেক করতে হয়।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম
মেন্যু হতে Smart Card Status অপশনে ক্লিক করুন
উল্লেখিত অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যাবে যেখানে একটি ফরম দেখতে পাবেন:
- আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এর নাম্বার বা ফর্ম এর নাম্বার দ্বারা উক্ত ফরম পূরণ করুন
- এরপর ফরমে জন্মতারিখ প্রদান করুন
- সঠিকভাবে ক্যাপচা পূরণ করুন
- উল্লেখিত সকল নিয়ম অনুসরণের পর Submit বাটনে ক্লিক করুন
- Submit বাটনে ক্লিক করার পর আপনার স্মার্ট কার্ড এর স্ট্যাটাস দেখতে পাবেন৷ অর্থাৎ আপনার স্মার্ট কার্ড কখন পাবেন তা জানতে পারবেন। CTRL + P প্রেস করে প্রিন্ট ও করে নিতে পারবেন। এছাড়া info@nidw.gov.bd ইমেইল এড্রেসে ইমেইল করে ভোটার কার্ড স্ট্যাটাস চেক করা যেতে পারে।
স্মার্ট কার্ড এর স্ট্যাটাস কিভাবে চেক করবো?
nidw.gov.bd ওয়েবসাইট থেকে স্মার্ট কার্ড এর স্ট্যাটাস চেক করা যাবে।
একটি নতুন এনআইডি কার্ড কিভাবে পাবো?
প্রথমে নির্বাচন কমিশন সার্ভিস ওয়েবসাইট হতে এনআইডি এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং পরে ছবি তোলা ও অথেনটিকেশন প্রক্রিয়ার সম্পন্নের পর এনআইডি কার্ড হাতে পাওয়া যাবে।