হোয়াটসঅ্যাপে নতুন আপডেটে কি কি থাকছে ২০২২ । হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপে নতুন আপডেটে কি কি থাকছে ২০২২ । হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: হোয়াটসঅ্যাপে চমকপ্রদ এবং বিশাল একটি আপডেট চলে এসেছে। এই আপডেটে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে, আবার আগের চেয়ে উন্নত হয়েছে অনেক ফিচার। এর মধ্যে অধিকাংশ ফিচার নিয়ে অনেকদিন পরীক্ষা চালানো হয় ও অবশেষে অ্যাপে এসব ফিচার যুক্ত হয়েছে। সকল ব্যবহারকারী এসব ফিচারগুলো ধীরে ধীরে তাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন।
হোয়াটসঅ্যাপে নতুন আপডেটে কি কি থাকছে ২০২২
ইমোজি, ফাইল সাইজ লিমিট, বড় গ্রুপ চ্যাট, ইত্যাদি নতুন ফিচার ও আপডেট যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এটিকে এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় আপডেট বলা চলে। চলুন জেনে নেওয়া হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারসমূহ
হোয়াটসঅ্যাপ পরিষেবাটিকে আরও ভাল করার জন্য সেট কিছু বিশাল পরিবর্তন আনছে এবং কিছু ক্ষেত্রে প্রতিযোগী মেসেঞ্জার অ্যাপের কাছাকাছি। পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ইমোজির সাহায্যে বার্তাগুলিতে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা, 2 গিগাবাইট পর্যন্ত ফাইল পাঠানো এবং এমনকি বড় গ্রুপ চ্যাট।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার গ্রুপ চ্যাট আপডেট
পূর্বে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২৫৬ জনকে এড করার অপশন ছিলো। এই সংখ্যা বাড়িয়ে এবার ৫১২জনে পরিণত করা হয়েছে। অর্থাৎ বিশাল সংখ্যক মানুষকে নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট তৈরী করা যাবে। তবে ৫১২জন একই সাথে মেসেজ পাঠানো শুরু করলে কি একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা বলার অপেক্ষা রাখেনা। সে যা-ই হোক, হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধা সকল ব্যবহারকারী অনেক পছন্দ করবেন বলে আশা করা যায়।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফাইল সাইজ লিমিট
ফাইল শেয়ার করার সাইজ লিমিট বাড়ানো হয়েছে। পূর্বে মাত্র ১০০এমবি সাইজের ফাইল আপলোড করা যেতো, যা বর্তমান সময়ের বিবেচনায় বেশ কম। অবশেষে শেয়ার করা ফাইল সাইজ লিমিট বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে সর্বোচ্চ ২জিবি সাইজের ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ পরিবার বা বন্ধুদের কাছে স্মৃতিময় মুহূর্তগুলোর ভিডিও পাঠাতে আর কোনো ধরনের বাধা থাকছেনা।
তবে বড় সাইজের ফাইল পাঠাতে বেশ সময় লাগতে পারে, যা বিবেচ্য বিষয়। বিশেষ করে ওয়াইফাই ছাড়া বড় সাইজের ফাইল শেয়ার করতে অনেকটা সময় লাগে। মজার ব্যাপার হলো কোনো ফাইল আপলোড ও ডাউনলোড করতে কি পরিমাণ সময় লাগতে পারে তা দেখা যাবে। সুতরাং, বুদ্ধিমানের মত এই ফিচার ব্যবহার করলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ইমোজি রিয়েকশন
অন্য সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপগুলোতে ইমোজি রিয়েকশন ফিচার এসেছে অনেক আগেই। এটি আহামরি কোনো ফিচার না হলেও হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে এটি বেশ কাজে আসতে পারে। বিশেষ করে বিশাল গ্রুপ চ্যাটে ইমোজি পাঠানোর মাধ্যমে চ্যাট এর মধ্যে সমস্যা সৃষ্টি না করে বরং ইমোজি রিয়েকশন এর মাধ্যমে চ্যাট বেশ সুন্দরভাবে গুছানো থাকবে।
ব্যক্তিগত কনভারসেশনে ইমোজি পাঠানো বা রিয়েকশন দেওয়া, দুইটিই একইভাবে কাজ করে ও কোনো সমস্যার সৃষ্টি করেনা। তবে গ্রুপ চ্যাটে এই বিষয়টি বেশ বিব্রতিকর হতে পারে। কোনো গ্রুপে ৫১২জন মানুষ একসাথে ইমোজি পাঠানো শুরু করলে কি হতে পারে সে সম্পর্কে কমবেশি সবার ধারণা রয়েছে। বিশেষ করে গ্রুপ চ্যাটগুলোকে গুছানো রাখতে ইমোজি রিয়েকশন ফিচারটি বেশ কাজে আসবে।
হোয়াটসঅ্যাপ অনুসারে বৈশিষ্ট্যগুলি "ধীরে ধীরে" রোল আউট হচ্ছে, যা গত সপ্তাহে শুরু হয়েছে। যদি আপনার কাছে এখনও সেগুলি না থাকে, WhatsApp আশা করে যে এই সপ্তাহের শেষের দিকে সবাই সেগুলি পাবে৷
Download the latest version of WhatsApp Messenger
Version 2.22.10.74
Minimum Requirements
- Android
OS 4.0.3 or above
- Unlimited
internet data plan recommended
- Tablet
devices are not supported
Third-Party Sources
- qcom.c:
LGPL 2.1 (WhatsApp Modifications)