মলদ্বারের এবং গোপনাঙ্গের লোম কাটার সহজ উপায়। অবাঞ্ছিত লোম দূর করার সহজ উপায়

মলদ্বারের এবং গোপনাঙ্গের লোম কাটার সহজ উপায়
প্রথমে লোমের গোড়ায় সাবান বা শ্যাম্পু ঘষে নরম করে নিন। বাজার থেকে উপরের ছবির মত রেজার সংগ্রহ করুন।
তারপর, লোমের গোড়ায় সাবান/শ্যাম্পু লাগিয়ে ফেনা করে নিন। এবার দু'পা সহ মলদ্বারের দুই পাশ ফাটা করুন (যেভাবে টয়লেটে বসেন)। এখন আপনি একহাতে দিয়ে আপনার মলদ্বারের লোমগুলো আন্দাজ করুন। আরেক হাত দিয়ে অল্প অল্প করে রেজার টানুন। আর প্রতিবার রেজারটি বেশি পানিতে ধুয়ে নিন। রেজরে আঁটকে থাকা লোমগুলো ছাড়িয়ে পরিস্কার করে নিন। সাবান /শ্যাম্পুর ফেনা শুকিয়ে গেলে পূর্বের ন্যায় ফেনা করে নিন।
মলদ্বারের এবং গোপনাঙ্গের লোম কাটার সতর্কতা
মলদ্বারের দু'পাশেই একসাথে টানবেন না।
আলাদা আলাদা সাইডে করে ভাগ করে নিবেন।
লোম বেশি বড় হলে কাচি বা ট্রিমার মেশিন দিয়ে ছোট করে নিন।
একহাতে লোমের আগা ধরবেন আরেক হাতে কাচি দিয়ে কাটবেন। নয়তো আপনার অন্ডকোষ এবং পায়ুপথ কেটে যেতে পারে।
লোম পরিষ্কার করার পর প্রথম কয়দিন চুলকাবে। তাই চুলকাতে গিয়ে আবার খোস-পাচরা বাধিয়েন না। কয়েকবার রেজার ব্যবহার করার পর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন।
লোম কাটার সময় ভুল করেও আয়না ব্যবহার করতে যাবেন না।
অন্ডকোষের লোম কাটার উপায়
পুরুষদের ক্ষেত্রে, অন্ডকোষ ঝুলে থাকলে কাটতে সমস্যা হয়। তাই, লিঙ্গ উত্তজিত করে অন্ডকোষ ছোট করে নিবেন।
কোনো কোনো ভাই শুধুমাত্র ট্রিমার মেশিন দিয়ে কেটে ছোট রাখতে বলেন। কিন্তু এতে করে লোমের গোড়ার ময়লা পরিস্কার হয় না। বরং এতে পায়ু পথে বিভিন্ন রোগ হতে পারে। তাই সাবধান! লজ্জা না করে সমস্যা সমাধান জানুন। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবন যাপন করুন। এই ইনফোটি আপনার কাজে আসলে এই লেখাটির স্বার্থকতা আসবে। বন্ধুদের সাথে শেয়ার করে বিষয়টি তাঁদেরকেও জানিয়ে দিন। দি বিডি চ্যাটের সাথে থাকুন আর আপনার কোনো মন্তব্য থাকলে লিখে ফেলুন।