পিক্সেল ৬এ স্মার্টফোন আসছে বাংলাদেশের বাজারে । Google Pixel 6a Price and specification
পিক্সেল ৬এ স্মার্টফোন আসছে বাংলাদেশের বাজারে । Google Pixel 6a Price and specification: Google তাদের Pixel ব্র্যান্ডের অধীনে শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে Google Pixel 6a (NFC) হ্যান্ডসেটটি। ইতিমধ্যে বিভিন্ন রিপোর্ট থেকে এই ফোনটি সম্পর্কে বহু তথ্যই সামনে এসেছে। গত মাসেই Google Pixel 6a (NFC) মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন (FCC)-এর সার্টিফিকেশন সাইটে থেকে অনুমোদন লাভ করেছে। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার জানিয়েছেন যে, এশিয়ার বেশ কয়েকটি দেশে বর্তমানে আসন্ন গুগল পিক্সেল মডেলটির ধারাবাহিক উৎপাদন শুরু হয়েছে। আর এটি থেকে সহজেই অনুমান করা যায় যে, গুগলের আসন্ন মিড-রেঞ্জের ডিভাইসটি শীঘ্রই আত্মপ্রকাশ করবে এবং সেইসঙ্গে এটি একাধিক এশিয়ান বাজারে উপলব্ধ হবে। প্রসঙ্গত, Google Pixel 6a সংস্থার আসন্ন বার্ষিক আই/ও ডেভেলপার (I/O Developer) কনফারেন্সে লঞ্চ হবে বলে জানা গেছে এবং এই ইভেন্টটি আগামী ১১ মে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
পিক্সেল ৬এ ডিজাইন ও ডিসপ্লে
গুগল পিক্সেল ৬এ ফোনটিতে ৬.১ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের ডিসপ্লে রয়েছে। ফোনটির ওলেড ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউটে স্থান পেয়েছে সেল্ফি ক্যামেরা। তবে ফোনটিতে কোনো হাই রিফ্রেশ রেট থাকছেনা, যা দাম বিবেচনায় কিছুটা হতাশাজনক। তবে ফোনটিতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার রয়েছে। পিক্সেল ৬এ ফোনটির ডিজাইন অনেকটা পিক্সেল ৬ সিরিজের অন্য দুইটি ফোনের মত৷ পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো এর মত ফোনটির ব্যাকে ক্যামেরা বার রয়েছে। তবে ক্যামেরা লেন্স কাটআউট পিক্সেল ৬ এর চেয়ে ছোট হয়ে এসেছে। ফোনটিতে ম্যাটেরিয়াল হিসেবে কি ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে ফোনটিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যার ফলে হাত থেকে পড়ে গেলে ফোনের ব্যাক অনেকটা অক্ষত থাকবে।
পিক্সেল ৬এ ক্যামেরা
পিক্সেল ৬এ ফোনটিতে দুইটি ব্যাক ক্যামেরা রয়েছে। ১২মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ১২মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে ফোনটিতে। ফোনের ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটে স্থান পেয়েছে ৮মেগাপিক্সেল এর সেল্ফি ক্যামেরা। ম্যাজিক ইরেজার এর মত পিক্সেল ৬ এর কিছু অসাধারণ ফিচার পাওয়া যাবে পিক্সেল ৬এ ফোনটিতেও। এছাড়া মানুষের পোর্ট্রেইট তোলার সময় স্কিন টোন ঠিক রাখতে রিয়েল টোন প্রযুক্তি ব্যবহৃত হবে।
পিক্সেল ৬এ পারফরম্যান্স
পিক্সেল ৬ সিরিজের ফোনে থাকা একই গুগল টেন্সর চিপ থাকছে পিক্সেল ৬এ ফোনটিতেও। অর্থাৎ পিক্সেল ৬ সিরিজের ফোনগুলোর মত একই ক্যামেরা ফিচারের পাশাপাশি একই ধরনের পারফরম্যান্স পাওয়া যাবে পিক্সেল ৬এ থেকে। ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ থাকছে পিক্সেল ৬এ ফোনটিতে।
আপাতত পিক্সেল ৬এ ফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ এর দেখা মিলবে। তবে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৩ এর বেটা ভার্সন এর চলে আসতে পারে ফোনটির জন্য। ডিভাইসটির জন্য ৫ বছরের অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এছাড়া Google Pixel 6a সংস্থার ইন-হাউস টেনসর (Tensor) চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে। গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের তালিকা অনুসারে, এই আসন্ন গুগল স্মার্টফোনে ৬ জিবি র্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Google Pixel 6a ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, Google Pixel 6a মডেলটি পূর্বসূরি Google Pixel 5a- এর বিপরীতে, একাধিক দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
পিক্সেল ৬এ দাম
গ্রিন ও ব্ল্যাক – এই দুইটি কালারে পাওয়া যাবে ফোনটি। গুগল পিক্সেল ৬এ এর দাম রাখা হয়েছে আগের “A” সিরিজের ফোনগুলোর মত। জুলাইয়ের শেষ দিক থেকে ৪৪৯ মার্কিন ডলারে পাওয়া যাবে পিক্সেল ৬এ ফোনটি, যা ইউরোপের বাজার হিসেবে ৩৬০ইউরো। বাংলাদেশী টাকায় কনভার্ট করলে পিক্সেল ৬এ দাম পড়বে ৪০হাজার টাকার মত। তবে দেশে বিক্রিত পিক্সেল ডিভাইসগুলো আমদানি করতে হওয়ায় দাম একটু বেশি হয়ে থাকে।
Informed post
nice