পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ । পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ । পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি: বহুপ্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর টোল নির্ধারণ প্রতিক্ষা ছিল বহুদিনের, আজ ১৭ মে মঙ্গলবার সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত
প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (৫ টনের বেশি থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা ও ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।
পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
নিচে পদ্মা সেতুর টোল নির্ধারণী প্রজ্ঞাপন দেয়া হলো।