হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই চালু করবো কিভাবে
হোয়াটসঅ্যাপের এই অটো-রিপ্লাই ফিচার অফিসিয়াল এপে শুধুমাত্র
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে কাজ করে। সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীগণ চাইলে এই অ্যাপ
ডাউনলোড করে একই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া চাইলে থার্ড-পার্টি কোনো অ্যাপ ব্যবহার
করে একই ফিচার ব্যবহার করা যাবে সকল হোয়াটসঅ্যাপ একাউন্টে। এই পোস্টে হোয়াটসঅ্যাপে
অটো রিপ্লাই চালু করার উভয় নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই চালু করবো কিভাবে
হোয়াটসঅ্যাপে অটো রিপ্লাই চালু করবো কিভাবে: বর্তমানে শুধুমাত্র Whatsapp
Business অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অফিসিয়ালি অটো রিপ্লাই ফিচার
ব্যবহার করা যায়। এই অ্যাপটি মূলত ব্যবসায়িক কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরী। এই অ্যাপের
মাধ্যমে ব্যবহারকারীগণ তাদের বিজনেস প্রোফাইল সাজাতে পারেন, তাদের প্রোডাক্ট
ও সেবা ক্যাটালগে এড করতে পারেন ও কাস্টমারদের মেসেজের অটো রিপ্লাই দেওয়ার মত ফিচার
ব্যবহার করতে পারেন।
হোয়াটসঅ্যাপ বিজনেস এর অটো রিপ্লাই ফিচারটিতে ‘away message’ ও ‘greeting message’ নামের দুইটি টুল রয়েছে। Away message এর মাধ্যমে আপনি ব্যবসায়িক কার্যক্রম থেকে সাময়িক বাইরে থাকলে অটো রিপ্লাই করতে পারবেন মেসেজের। আবার Gretting message এর মাধ্যমে প্রথম মেসেজের ক্ষেত্রে শুভেচ্ছা বার্তা সেট করা যাবে।
হোয়াটসঅ্যাপ অটো রিপ্লাই চালু করার নিয়ম
হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ডানদিকের টপে থাকা থ্রি-ডটে ট্যাপ
করুন
Settings
অপশন সিলেক্ট করুন
Business
Tools সিলেক্ট করুন
এরপর Away
Messages অপশনে প্রবেশ করুন
Send
away message টোগল অন করে দিন
Away
messages অপশনে ট্যাপ করে অটো-রিপ্লাই মেসেজ সেট করুন
এরপর Schedule
অপশন সিলেক্ট করে অটো রিপ্লাই এর শিডিউল সেট করুন
সর্বশেষে এই মেসেজ কাদের পাঠানো হবে তা Recipents অপশনে ট্যাপ করে সেট করুন
আরো পড়ুন:
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল
হোয়াটসঅ্যাপ অটো-রিপ্লাই মেসেজ শিডিউল এর কয়েকটি অপশন রয়েছে, যথাঃ
Always: এই অপশন
সিলেক্ট থাকলে যেকোনো মেসেজের জন্য অটো রিপ্লাই পাঠানো হবে
Custom: এই অপশন
সিলেক্ট করলে নির্দিষ্ট সময়ে অটোমেটিক পাঠানো হবে
Outside of business hours: প্রোফাইলে উল্লেখ থাকা বিজনেস আওয়ার ছাড়া বাকি সময়ে এই মেসেজ অটোমেটিক সেন্ড হয়ে যাবে