বিকাশে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে।বিকাশ এড মানি অফার ২০২২
বরাবরের মতন বিকাশ নিয়ে এলো দারুন এক অফার।
জুন মাসের নতুন এই অফারে আপনি অ্যাড মানি করলেই পাচ্ছেন ৫০ টাকা বোনাস।
চলুন আর দেরি না করে জেনে ফেলি কিভাবে আপনি বিকাশ থেকে ৫০ টাকা বোনাস পাবেন।
বিকাশ এড মানি অফার ২০২২
আপনি ৫০ টাকা বোনাস নিতে পারবেন বিকাশ একাউন্টে অ্যাড মানি করে। এজন্য আপনাকে দুটি কাজ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার বিকাশ নম্বরে অ্যাড মানি করে পেয়ে যাবেন এই বোনাস।
সকল বিকাশ গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন। ইতোপূর্বে আমরা কিছু কিছু বিকাশ অফার দেখেছি যেগুলো নির্দিষ্ট কিছু গ্রাহকদের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু আজকের এই অফারটি সকলের জন্য প্রযোজ্য।
বিকাশে অ্যাড মানি করলেই ৫০ টাকা বোনাস
এই অফারটি নিতে চাইলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা বিকাশ একাউন্টে এড মানি করতে হবে।
আপনি হয়ত এর আগেও এ ধরনের অফার গ্রহণ করেছেন। আজকের অফারটি নিতে চাইলে আপনাকে ব্যাংক
থেকে বিকাশে এবং কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করতে হবে।
আরো পড়ুন:
উপায় অ্যাপ রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন ৫০ টাকা ক্যাশ রিওয়ার্ড
আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে ভিসা বা মাস্টার কার্ড থেকে ৩,৭৫০ টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ৩০ টাকা ক্যাশব্যাক। এছাড়া ব্যাংক টু বিকাশের মাধ্যমে ৩,৭৫০ টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন আরো ২০ টাকা ক্যাশব্যাক। এভাবে সর্বমোট ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
বিকাশে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে
অর্থাৎ আপনি যদি এই অফারটি নিতে চান তাহলে আপনার কার্ড থেকে (ভিসা কার্ড, মাস্টার কার্ড) বিকাশ এপের কার্ড-টু-বিকাশ ফিচারের মাধ্যমে ৩৭৫০ টাকা অ্যাড মানি করতে হবে। তাহলে আপনি পাবেন ৩০ টাকা বোনাস।
এরপর আপনার ব্যাংক একাউন্ট থেকে ঠিক ৩৭৫০ টাকা বিকাশ একাউন্টে পাঠাতে হবে। তাহলেই আপনি পাবেন ২০ টাকা বোনাস। তাহলে মোট ৫০ টাকা বোনাস হলো।