অ্যান্ড্রয়েড ফোনের লক ভুলে গেলে আপনার করণীয় কাজসমূহ 2022
বর্তমান সময়ে স্মার্টফোনে পিন, প্যাটার্ন অথবা পাসওয়ার্ড সেট করা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাড়িয়েছে। কিন্তু নানা কারণে আমরা এই পিন বা প্যাটার্ন ভুলে যাই। প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড ভুলে গেলে পড়তে হয় মহা মুশকিলে।
অ্যান্ড্রয়েড ফোনের লক ভুলে গেলে আপনার করণীয়
অ্যান্ড্রয়েড ফোনের লক ভুলে গেলে প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা
কোনো সমস্যায় পড়ার আগে সতর্কতা গ্রহণ করা উচিত, এতে সমস্যায় পড়লেও খুব সহজে সমাধানের পথ বের করা যায়। অধিকাংশ ক্ষেত্রে ফোনের পাসওয়ার্ড বা লক ভুলে গেলে তা রিসেট করা ছাড়া কোনো উপায় থাকেনা।
নিয়মিত আপনার ফটো, ভিডিও, কনটাক্ট, অ্যাপ, সেটিংস, ইত্যাদির ব্যাকআপ নিয়ে রাখুন। এতে কোনো কারণে আপনার ডিভাইস লক হয়ে গেলে গুরুত্বপূর্ণ ফাইল হারানোর চিন্তায় থাকতে হবেনা।
অ্যান্ড্রয়েড স্মার্ট লক ব্যবহার করুন
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্মার্ট লক ফিচার রয়েছে, যার সাহায্যে
লোকেশন, ভয়েস
কিংবা অন্য ডিভাইস ব্যবহার করে ফোনের লক খোলা যায়। প্রাইমারি লকস্ক্রিন পাসওয়ার্ড
বা লক ভুলে গেলে কিংবা হারিয়ে ফেললে এই সেকেন্ডারি অ্যাকসেস এর উপায় ব্যবহার করে
আপনি আপনার ডিভাইসটি আনলক করতে পারবেন।
- ফোনের Settings এ প্রবেশ করুন
- Lock screen & security মেন্যুতে প্রবেশ করুন
- Smart Lock অপশনে প্রবেশ করুন
- অনেক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোনে Secure lock settings নামে একটি অপশন দেখতে পাবেন, যার মধ্যে Smart Lock ফিচারটি থাকবে। এছাড়া Settings থেকে সরাসরি সার্চ এর মাধ্যমেও ফিচারটি অ্যাকসেস করতে পারবেন। এরপর ভয়েস, লোকেশন বা অন্য ডিভাইসকে সেকেন্ডারি অ্যাকসেস মেথড হিসেবে সেট করতে পারবেন।
#ট্যাগ: প্যাটার্ন লক ভুলে গেলে, Mi account এর পাসওয়ার্ড ভুলে গেছি, নোকিয়া ফোনের
পাসওয়ার্ড ভুলে গেলে,
জিও ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলবো, যে কোন মোবাইলের লক খুলুন, ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুলবো, ফোনের পাসওয়ার্ড
ভুলে গেছি