লিড জেনারেশন কি? লিড জেনারেশন করে কিভাবে ১০০ থেকে ১০০০ ডলার আয় করবেন সহজেই
লিড জেনারেশন: কোনো কোম্পানি এবং প্রোডাক্টের সফলতা নির্ভর করে তার পরিচিতির উপর। ধরুন আপনার কাছে কোনো ভালো প্রোডাক্ট বা সার্ভিস আছে কিন্তু এই বিষয়ে কেউই অবগত নয়; এক্ষেত্রে আপনার সার্ভিস বা প্রোডাক্টের মান যতই ভালো হোক, শুধু মাত্র কেউ আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে না জানার কারণে আপনি আপনার প্রতিষ্ঠানকে গ্রো করাতে পারবেন না। একটি কোম্পানি বা প্রোডাক্ট তখনি সফলতা পায় যখন মানুষের কাছে পরিচিত হয়।
আমরা ঘরে বসেই অনেক ন্যাশনাল/ ইন্টারন্যাশনাল কোম্পানি বা প্রোডাক্ট সম্পর্কে জানি। কিন্তু এগুলো সম্পর্কে আমরা কীভাবে জানলাম? আমরা কি কখনো বাইরের দেশে গিয়ে প্রোডাক্ট সম্পর্কে জেনে আসি? এই প্রযুক্তির যুগে আমাদের এমন কিছুই করতে হয়না। আমরা ঘরে বসেই বিশ্বব্যাপী প্রচলিত সকল কোম্পানি বা প্রোডাক্ট সম্পর্কে জেনে নিতে পারি। আর এর সবটুকু সম্ভব হয়েছে ডিজিটাল মার্কেটিং এর বদৌলতে। ডিজিটাল মার্কেটিং কে কয়েকভাগে ভাগ করা যায়। আর এর অন্যতম একটি শাখা হলো লিড জেনারেশন। জেনারেশন কি? লিড জেনারেশন কিভাবে করে? লিড জেনারেশন করে কত টাকা আয় করা যায়? লিড জেনারেশনের ভবিষ্যৎ কি? চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নিই লিড জেনারেশন আদ্যেপান্ত।
লিড জেনারেশন কি?
লিড জেনারেশন হল একটি তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি। কোন সার্ভিস বা প্রোডাক্ট প্রোমোশন বা বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। তথ্য গুলো সাধারণত ইমেইল, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি হয়। আপনার ইমেইলের স্প্যাম বক্স চেক করলে অনেক মেইল পাবেন। খেয়াল করে দেখুন যে সোর্স থেকে মেইল এসেছে সেখানে আপনি কখনো সাবস্ক্রাইব বা রেজিস্ট্রেশন করেন নি, তাহলে এই মেইল কোথায় থেকে আপনার কাছে আসলো? আপনার কাছে এভাবে অপরিচিত সোর্স থেকে মেইল আসার কারন কেউ আপনার ডাটা সে কোম্পানিকে দিয়েছে।
লিড জেনারেশন কিভাবে করে?
ইন্টারনেট ব্যবহার করে আপনি খুব সহজেই লোকাল এবং ইন্টারন্যাশনাল লিড জেনারেট করতে পারবেন। লিড জেনারেশনের অনেক গুলো পদ্ধতি প্রচলিত আছে। আজকে আমরা লিড সংগ্রহ করার কার্যকরী উপায় সম্পর্কে জানবো। লিড জেনারেশন একটি ক্রিয়েটিভ প্রক্রিয়া, এখানে নিয়ম মেনে সব সময় কাজ করতে হবে বা এভাবেই সব ডাটা খুঁজে পাবেন এমন কোন বাধ্যবাধকতা নেই। আপনি নিজস্ব জ্ঞান বা ক্রিয়েটিভিটি ব্যবহার করে লিড জেনারেট করতে পারবেন।
লিড জেনারেশন করে কত টাকা আয় করা যায়?
অনলাইন মার্কেটপ্লেসে লিড জেনারেশন নিয়ে অনেক জব পোস্ট দেখতে পাবেন। শুধু লিড জেনারেশন করে মাসে ১০০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত আয় করা যায়, এ কাজ অপেক্ষাকৃত সহজ হওয়ার কারণে মার্কেটে কম্পিটিশন বেশি। কিন্তু তারপরেও এক্সপার্ট কিছু মানুষ আছে যারা এর দ্বারা অনেক স্মার্ট এমাউন্ট আয় করছে। লিড জেনারেশন এর ইনকাম ডিপেন্ড করে লিড এর সংখ্যার ওপর। কোন কোন প্রোজেক্ট এর জন্য ক্লাইন্ট ১ কে ডলার পর্যন্ত খরচ করে। তবে একবারে নিম্ন থেকে যদি অ্যাভারেজ হিসেব করা হয় তাহলে ৫০ ডলার থেকে শুরু করে ১ হাজার ডলার পর্যন্ত আয় করার সম্ভাবনা থাকে।অতএব বলা যায় শুধু লিড জেনারেশন করার মাধ্যমে অনেক ভালো ইনকাম করা সম্ভব।
রিলেটেড সার্চ: B2b লিড জেনারেশন কি, লিড জেনারেশন কত প্রকার, লিড কী, লিড জেনারেশন টিউটোরিয়াল, লিড জেনারেশন কি হালাল, ৩টি lead generation tools কী কী?, লিড জেনারেশন কিভাবে করে?, লিড জেনারেশন টুলস।