শাওমি মিক্স ফোল্ড ২ ফোন - কালার, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর
শাওমি তাদের নতুন ফোল্ডেবল ফোন, মিক্স ফোল্ড ২ ফোন উন্মোচন করেছে। একই সপ্তাহে স্যামসাং এবং মটোরোলাও তাদের ফোল্ডেবল ফোন বাজারে আনার বিষয়টি নিশ্চিত করেছে।
শাওমি মিক্স ফোল্ড ২
শাওমি মিক্স ফোল্ড ২ আল্ট্রাস্লিম ডিজাইনের ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। ভাঁজ করা অবস্থায় ফোনটির পুরুত্ব ১১ দশমিক ২ মিলিমিটার। এ হিসাবে এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন। কিছুদিনের মধ্যে বাজারে আসতে যাওয়া স্যামসাংয়ের ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৪’-এর থেকেও শাওমির ফোনটি চার মিলিমিটার বেশি চিকন।
মিক্স ফোল্ড ২ ফোনটিতে দুটি ডিসপ্লে থাকবে। কভারে একটি ৬ দশমিক ৫৬ ইঞ্চির প্যানেল থাকবে, যা ফোনের ভাঁজ খোলার পর আট ইঞ্চি পর্যন্ত প্রশস্ত হবে।
ক্যামেরা
সেলফি তোলার জন্য ফোনটির সামনের অংশে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পেছনে থাকছে টেলিলেন্সসহ তিনটি ক্যামেরা।
আরো পড়ুন: Redmi note 8 pro price in Bangladesh
ফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন প্লাস ১ চিপসেট।
এ ছাড়াও থাকছে হার্মান কার্ডনের দুটি স্পিকার, ৪,৫০০ এমএএইচের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থা।
ফোনটি শুধু চীনের মেইনল্যান্ডে পাওয়া যাবে। দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার ৯৯৯ ইউয়ান, যা প্রায় এক হাজার ৩০০ মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা।