স্যামসাং এর ৩ টি ফোনের দাম কমলো
সম্প্রতি স্যামসাং এর ৩ টি ফোনের দাম কমেছে। বর্তমান সময়ে সবকিছুর দাম বাড়ছে এই সময়ে স্যামসাং তাদের ৩ টি ফোনের দাম কমিয়েছে। সম্প্রতি দাম কমছে স্যামসাংয়ের যে তিনটি ফোনের:
১.গ্যালাক্সি এ০৩ কোর
২.গ্যালাক্সি এ০৩
৩.গ্যালাক্সি এ১৩
স্যামসাং এর ৩ টি ফোনের দাম কমলো
Samsung অফিসিয়ালি এই তিনটি ফোনের দাম কমিয়েছে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক, স্যামসাংয়ের কোন ফোনের দাম কত কমেছে এবং ফোনগুলোর স্পেসিফিকেশন।
গ্যালাক্সি এ০৩ কোর
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোন। গ্যালাক্সি এ০৩ কোর এর পূর্ববর্তী দাম ছিলো ১১,৯৯৯ টাকা। বর্তমান দাম ধরা হয়েছে ১০,৯৯৯টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফুল স্পেসিফিকেশন
ফোনটিতে ৬.৫ ইঞ্চি এইচডি+ টিএফটি স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যাতে ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইন ব্যবহার করা হয়েছে। ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফোনের ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।
গ্যালাক্সি এ০৩
গ্যালাক্সি এ০৩ : ৩ জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ এর গ্যালাক্সি পূর্ববর্তী দাম ১৪,৯৯৯ টাকা এবং বর্তমান দাম ধরা হয়েছে ১৩,৯৯৯টাকা। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এর গ্যালাক্সি এ ০৩ কোর এর দাম ছিলো ১৬,৯৯৯টাকা যা এখন কমে হয়েছে ১৫,৪৯৯টাকা।
গ্যালাক্সি গ্যালাক্সি এ১৩
গ্যালাক্সি গ্যালাক্সি এ১৩ ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পূর্ববর্তী দাম ছিল ২০,৯৯৯ টাকা এবং বর্তমান দাম ধরা হয়েছে ১৮,৪৯৯ টাকা হয়েছে। ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের পূর্ববর্তী দাম ২৩,৯৯৯ টাকা এবং বর্তমান দাম ২২,৯৯৯ টাকা।