বিকাশ থেকে প্রতিদিন ২৫ টাকা বোনাস নেয়ার উপায়
বিকাশ থেকে প্রতিদিন ২৫ টাকা বোনাস নেয়ার উপায়: বিকাশে অ্যাড মানি করে পেতে পারেন ২৫ টাকা বোনাস। বিকাশ একাউন্টে নির্দিষ্ট সময়ে ২,৫০০ টাকা ব্যাংক বা কার্ড থেকে এড মানি করলে পেয়ে যাবেন ২৫ টাকা ইন্সট্যান্ট বোনাস। চলুন আর না করে জেনে নেওয়া যাক বিকাশ বোনাস আওয়ার এড মানি বোনাস সম্পর্কে।
বিকাশ আওয়ার অ্যাড মানি বোনাস
প্রতিদিন দুপুর ৩ টা থেকে ৩:৫৯:৫৯টা পর্যন্ত বিকাশে ২,৫০০ টাকা ব্যাংক বা কার্ড থেকে অ্যাড মানি করলে পেয়ে যাবেন ২৫ টাকা ইন্সট্যান্ট বোনাস। উল্লেখিত সময়ে এই অফার উপভোগ করতে পারবেন বিকাশ গ্রাহকগণ।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৩০ দিনে মোট ৩০ বার উক্ত অফারটি নেওয়া যাবে
শুধুমাত্র ব্যাংক টু বিকাশ ও কার্ড টু বিকাশ ফিচার এর মাধ্যমে এড মানি করে উক্ত অফার বোনাস পাওয়া যাবে
এবার জানি চলুন কার্ড বা ব্যাংক থেকে বিকাশে ২,৫০০ টাকা অ্যাড মানি করে ২৫টাকা বোনাস অফার এর শর্তসমূহঃ
- গ্রাহকগণ বিকাশ অ্যাপের মাধ্যমে এই অফার উপভোগ করতে পারবেন
- একটিভ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে যেকোনো গ্রাহক সফলভাবে এড মানির মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন
- একাউন্ট স্ট্যাটাস একটিভ না থাকলে বা লেনদেনজনিত কোনো ইস্যুর কারণে যদি বোনাস বিতরণ করা না যায়, তবে সেক্ষেত্রে উক্ত গ্রাহক বোনাস পাবেন না
- গ্রাহকের একাউন্টের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে বোনাস প্রদান করা না গেলে সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী ২মাসের মধ্যে ৩বার বোনাস প্রদানের চেষ্টা করবে বিকাশ। এরপরেও যদি বোনাস প্রদান করা না যায়, তাহলে উক্ত গ্রাহক আর অফার বোনাস পাবেন না
বিকাশ ও অংশগ্রহণকারী ব্যাংক কোনো ধরনের ঘোষণা ছাড়া ক্যাম্পেইনের নিয়ম বা শর্ত পরিবর্তন বা সংশোধরনের অধিকার রাখে
কোনো গ্রাহকের লেনদেন কার্যক্রম বিকাশের নিকট যুক্তিসঙ্গত মনে না হলে উক্ত গ্রাহকের বোনাস পাওয়ার সুবিধা বাতিল করার অধিকার রাখে বিকাশ
যেকোনো কারণে বিকাশ বোনাস অফার পেতে দেরি হলে বিকাশ হেল্পলাইন নাম্বার 16247, বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, লাইভ চ্যাট, ফেসবুক পেজ, কিংবা support@bkash.com -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জানাতে পারেন