হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ HFMD - কারণ, উপসর্গ, চিকিৎসা পদ্ধতি, ঔষধ
হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ: হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আক্রান্ত শিশুদের খাবার গিলতে সমস্যা হয়, শরীরে জ্বর ও হাতে পায়ে ফোস্কা পড়ে এবং এটি ছোঁয়াচে রোগ। চলুন আর দেরি না করে জেনে নিই এই রোগের কারণ, উপসর্গ, চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে।
হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ - HFMD
শিশুদের যে কোন সময়ে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হতে পারে, তবে সাধারণত দুই থেকে আট বছরের শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। এই রোগ আটকানোর কোনও উপায় নেই। ভ্যাকসিনও নেই। অসুখটি ছোঁয়াচে ধরনের। স্কুলে যদি শিশুদের মধ্যে সংক্রমণ শুরু হয়, তবে আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা অন্য শিশুদের মধ্যেও তা ছড়িয়ে পড়তে পারে।
হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজের উপসর্গ
প্রচন্ড জ্বরের সাথে হাতে, পায়ে ফোস্কা, খাওয়া দাওয়া চরম অনিহা, গিলতে সমস্যা হওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে শরীরে অসহ্য যন্ত্রণা হওয়া ইত্যাদি।
হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হলে সাধারণত মুখ, পায়ের পাতা, হাঁটুর উপরে, হাতের তালুতে ফোস্কার মতো র্যাশ বেরোয়। ফেটে গেলে সেখানে ইনফেকশন হতে পারে। তার সঙ্গে থাকে জ্বর, দুর্বলতা। এক বার অসুখ শুরু হলে তা পুরোপুরি সারতে সাত থেকে দশ দিন সময় লাগে।
হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এর ঔষধ
এই রোগের নির্দিষ্ট কোনও ওষুধ নেই। অ্যান্টিভাইরাল ওষুধ এ ক্ষেত্রে তেমন কাজ করে না। জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হয় এবং মুখের ব্যথা সারাতে মাউথওয়াশ, লোকাল অ্যানাস্থেটিক জেলি লাগানোর পরামর্শ দেন চিকিৎসকরা।